ইউনিয়ন পরিষদ ভবন শানেরহাট ইউনিয়ন বাসীর অনেক বছরের সাধনার কমপ্নেক্স নবনির্মিত শানেরহাট ইউপি ভবন। ভবনটি স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তারের RIIP-2 এর আর্থিক ও কারিগরি সহায়তায় ৫৭,০০০০০/লক্ষ টাকা ব্যয়ে ২০১১সালে ভবনটির কার্জ সমাপ্ত হয়। শানেরহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি অবকাঠামে....সৌন্দর্য্য সত্যি কারেরই মানুষের নজরকে আকৃষ্ট করার মত। দ্বিতল বিশিষ্ট এই ভবনটি শানেরহাট বন্দরের দক্ষিণ পাশ্বে পীরগঞ্জ গামী রাস্তার পার্শে অবস্থিত।
নবনির্মিত ভবনের উদ্ভোধনী অনুষ্ঠান শানেরহাট ইউনিয়ন পরিষদ কপ্লেক্স ভবনটির নির্মাণ কাজ ২বৎসর যাবৎ চলার পর ২০১১সালের সেপ্টেম্বর মাসে সমাপ্ত হয়। নবনির্বাচিত ইউনিয়ন পরিষদবর্গ ক্ষমতা হাতে পাওয়ার পর গত ৮অক্টোবর ২০১১ইং তারিখে এ..............অনুষ্ঠানের মধ্যে শানেরহাট ইউনিয়নের নবনির্মিত ইউপি কমপ্লেক্স ভবনটি উদ্ভোধন করেন তৎকালীন রংপুর-৬আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন পীরগঞ্জউপজেলার নির্বাহী অফিসার জনাব আবু রায়হান মিঞা সভাপতিত্ব করেন শানেরহাট ইউপি চেয়ারম্যান জনাব মেছবাহুর রহমান।
শানেরহাট ঐতিহ্যবাহী ব্রীজ পীরগঞ্জ হইতে চৌধুরাণী গামী রাস্তায় ঐতিহাসিক শান নদী তীরে শানেরহাট বন্দরের ...........অবস্থিত শানেরহাট ঐতিহ্যবাহী ব্রীজ। এব্রীটি গত............সালে নির্মিত হয়।
সেবাগ্রহন কারী ইউনিয়ন ও তথ্য সেবা কেন্দ্রের সেবা নেয়ার জন্য অত্র এলাকাবাসী খুবই আনন্দীত।
সেবাগ্রহন কারী ইউনিয়ন ও তথ্য সেবা কেন্দ্রের প্রশিক্ষণ কেন্দ্র পেয়ে তাদের আর শহর মুখী হতে হয় না।
তথ্য সেবা পরিদর্শন পরির্শনকালে জনাব জাহাঙ্গীর আলম সহকারী একান্ত সচিব-১ আরো উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব রফিকুল হক ইউ,এন,ও এবং শানেরহাট ইউপি চেয়ারম্যান জনাব মেছবাহুর রহমান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস