জনাব কে,জে ইসলাম পুরানাম কাজী জওয়াহেরুল ইসলাম (রওশন)
১৯৪৩ইং সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলাধীন ১০নং শানেরহাট ইউনিয়নের খোলাহাটী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম কাজী আব্দুল জওয়াদ ছিলেন রংপুরের একজন খ্যাতনামা ব্যক্তিত্ব।মাতা মরহুমা জায়েদা খাতুন রাউৎপাড়া চৌধুরী পরিবারের একমাত্র কন্যা।
শিক্ষাজীবন
রংপুর থেকে ১৯৫৯ এ মেট্রিকুলেশন করার পর তিনি ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে অধ্যায়ন করেন। তিনি ১৯৬৪ সালে বিশ্ব-বিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি লাভকরেন।
রাজনৈতিকজীবন
ইন্টারমিডিয়েট অধ্যায়ন করা কালীন সময়ে ছাত্র রাজনীতিতে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেন। ১৯৬১-১৯৬২পর্যন্ত তিনি কারমাইকেল কলেজ ছাত্রসংসদের জি,এস নির্বাচিত হন এবং ৬০এর দশকে দেশের ঐতিহাসিক দূর্বর ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে নেতৃত্বদান করেন।
এদেশের স্বাধীনতার জন্য পাকিস্থান বিরোধী সংগ্রামে তার সক্রিয় ভূমিকা চিরস্মরণীয়। ১৯৬০-১৯৭৫পর্যন্ত এদেশের সর্বজন শ্রদ্ধেয় শীর্ষ নেতৃতৃন্দের একান্ত কাছের এবং বিশ্বাস ভাজন তরুন নেতা হিসাবে তিনি স্বাধীনতা সংগ্রামে আপোষহীন দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস