Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

শানেরহাট ইউনিয়নের ইতিহাস

শানেরহাট ইউনিয়নের ইতিহাস

 

        রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একটি প্রাচীন সুশীতল জনপদ হচ্ছে শানেরহাট ইউনিয়ন। শানেরহাট ইউনিয়নের নাম করনের পিছেনে ইউপিচেয়ারম্যান মহোদয় ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গের কাছে জান যায়, আজ থেকে প্রায় ১০০বছর আগে শাননামে এটি নদী উত্তর-পূর্বকোন দিয়ে বহমান ছিল। সেই বহমান নদীর তীরবর্তী এলাকার মানুষজন তাদের জীবিক নির্বাহ ও অন্যান্য কাজের প্রয়োজনে এক স্থান থেকে আরেক স্থানে চলাচল করত।

বিরামহীন চলার পথে একটুখানি বিনোদন ও ঘাট স্বরূপ নৌকাগুলি এখনে ভিড়ত। বিরতি মূখর সময়টাকে কাটানো এবং স্থানীয় দৈনন্দিনপ্রয়োজনে নদীর তীরবর্তী এলাকায় ছিল হাতে গোনা কয়েকটি দোকান।যা সাময়িক প্রয়োজনে খুবউ উপযোগী ছিল। কালের পরিক্রমায় নদী বিলুপ্ত হলেও ধীরে ধীরে ছোট্ট ছোট্ট কয়েকটি দোকান থেকে বর্তমান ব্যবসা বাণিজ্যের আধুনিকত সহ প্রায় ২০০টির স্থায়ীদোকান রয়েছে।যা উক্ত এলাকার ব্যবসাবাণিজ্যে বড় অবদান হিসে পীরগঞ্জ সহ মিঠাপুকুর উপজেলার শানেরহাট ইউনিয়নের আশপাশের ইউনিয়ন এর ব্যবসানুরাগী ও সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করে।

সেই থেকে অদ্যবধি উক্ত ইউনিয়নের সকল কর্মকান্ডে শানেরহাটের স্বাক্ষর পাওয়া যায়।

ছবি